খোকসায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত

0
196
tring-dro-4p-8-compressed

নাজমুল হাসান

খোকসায় পল্লী উন্নয়ন বোর্ড (বি আর ডি বি) এর উদ্যোগে মূল কর্মসূচী ও প্রকল্পের সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়ছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত খোকসা পল্লী উন্নয়ন বোড এ কার্যালয়ের সামনে গাছ তলায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ২০১৯-২০ অর্থবছরে দ্বিতীয় ব্যাচে ৩০ জন উদ্যোগতা এ প্রশিক্ষনে অংশ গ্রহন করে।

বিশে^ করোনা মহামারিতে এ সময়ে প্রশিক্ষনার্থীদের করোনা থেকে বাঁচার উপায় ও এ সমন্ধে বিস্তারিত আলোকপাত করা হয়। প্রশিক্ষনার্থীদের হাত ধোয়ার কৌশল শেখানোসহ করোনা মহামারী থেকে নিজে ও সমাজকে রক্ষার কৌশল সেখানো হয়।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা, বি আর ডি বি কুষ্টিয়ার উপপরিচালক আবু আফজাল মহম্মদ সালেহ, খোকসা থানার অফিসার ইনচার্জ জহুরুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শুকুর আলী প্রমুখ। কোর্স পরিচালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বাবুল ইসলাম। সাপোর্ট স্টাফ এর দায়িত্ব পালন করেন বি আর ডি বি’র পরিদর্শক ইস্তেকবাল চয়ন ও ইসমাইল হোসেন।