খোকসায় দুর্বৃত্তের হামলা সদর খানের ভাটার ম্যানেজার আহত

0
59

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দুর্বৃত্তের হামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের ইট ভাটার ম্যানেজার গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে ম্যানেজার পলাশ (৪০) নিজের কর্মস্থল সদর উদ্দিন খানের ভাটায় কাজ করছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত কর্মস্থলেই তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে (পলাশ) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত চিকিৎসাধীন পলাশ জানান, বেশ কিছুদিন ধরে কয়েকজন ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার সে তখন একাই ইট ভাটাই ছিল। এ সময় চাঁদাবাজদের ৮-১০ সদস্য তার উপর হামলা করে। দুর্বৃত্তরা তার ব্যবহারের মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

আরও পড়ুন – বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাজ্যের

সাংবাদিকদের তিনি আরও জানান, হামলা কারীরা ৮ থেকে ১০ জন ছিল। লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে রেখে গেছে। তিনি সুস্থ হয়ে মামলা করবেন।

আরও পড়ুন – গড়াই তীরের মাটি যাচ্ছিল অবৈধ ইট ভাটায়, অভিযানে ৪ জনকে কারাদন্ড

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন সোহাগ বলেন, আহত পলাশের মাথায় এবং কানে ক্ষত আছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এখন রোগীর অবস্থা ভালো আছে।