খোকসায় দূর্গাপূজা কমিটির সাথে মতবিনিময়

0
159

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ৬৪টি দূর্গাপূজা মন্দির কমিটির সাথে মতবিনিময় সভা ও অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকালে খোকসা কালীবাড়ী নাটমন্দিরে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার, কালীবাড়ী কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সূধাংশু কুমার মাধাব। পরে উপজেলায় অনুষ্ঠিত ৬৪টি দূর্গাপূজা কমিটর সভাপতির হাতে অনুদানের টাকা তুলেদেন জেলা পরিষদের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উদ্দিন খান।