খোকসায় দ্বিতীয় দিনও সড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা

0
41

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে শ্রেণিকক্ষে বক্তব্য দেওয়া শিক্ষক গনেষ দাস ২৪ ঘন্টায় গ্রেফতার হয়নি। দ্বিতীয় দিনও প্রায় সাড়ে তিন ঘন্টা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হয় সাধার যাত্রীরা।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া-মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গনেষ দাসের অপসারণ ও গ্রেফতার দাবিতে দ্বিতীয় দিনও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। অবরোধ চলাকালে সড়কে বাস ট্রাকের দীর্ঘ লম্বা লাইন পরে যায়। কয়েকশ যানবাহন আটকে যাওয়ায় ভোগান্তিতে পরে যাত্রীরা। তিন ঘন্টা পর বেলা ৪ টায় আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষক গনেষ দাসকে আটকের প্রতিশ্রæতি নিয়ে পুলিশ হাজির হয়। তারা আন্দোলনকারীদের সাথে আলোচনার করেন। পরে শিক্ষর্থীরা অবরোধ তুলে নেয়। সন্ধ্যার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

লালনের আখড়াবাড়ির অনুষ্ঠান থেকে ঘরে ফির ছিলেন বৃদ্ধ সাধক আকবর আলী। তার বহনকারী গাড়িটি অবরোধে আটকা পরে। আন্দোনকারীদের কাছে ভোগান্তির বিষয় তুলে ধরার চেষ্টা করেন তিনি। কিন্তু আন্দোলনকারীদের তোপের মুখে হতবম্ব হয়ে পরেন এই বয়বৃদ্ধ সাধক। পরে আন্দোলনকারীরা তাকে সরিয়ে দেন।

আরও পড়ুুন – ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সন্ধ্যায় আন্দোলনে সামনে সাড়ির নিশান মুঠোফোনে নিশ্চিত করেন, পুলিশের প্রতিশ্রæতির প্রেক্ষিতে তারা
কর্মসূটি আপতত প্রত্যাহার করে নিয়েছেন।

খোকসা থানার ওসি তদন্ত আব্দুল গফুর জানান, তিনি অসুস্থ জনিতত কারনে বিশ্রামে আছেন। তবে সড়ক অবরোধ কারীরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।