খোকসায় নেশাজাত ট্যাবলেটসহ ব্যবসায়ী আটক

0
238
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নেশাজাত ট্যাফেন্টা ট্যাবলেটসহ এক ব্যাক্তিকে আটক করেছে ডিবি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে খোকসা বাসষ্ট্যান্ড এলাকার আরিয়ান ফার্মেসিতে ডিবি পুলিশ অভিযান চালায়। সেখান থেকে ২৩ পিস নেশাজাত ট্যাফেন্টা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় ফার্র্মেসির মালিক হান্নান (৫০) নামের এক ব্যাক্তিকে আটক করে। আটককৃত হান্নান উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত আমানত আলীর ছেলে।

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

খোকসা থানা ডিউটি অফিসার (এসআই) আরিফ জানান, কুষ্টিয়া ডিবি পুলিশের একটি দল খোকসা বাজারে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা হান্নানকে আটক করে। ডিবি পুুলিশের এসআই কায়েস মিয়া বাদি হয়ে খোকসা থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন। মামলা নং-১৪, তারিখ ২৩ জুলাই ২০২০ইং। এ রির্র্পোট লেখা পর্যন্ত আটক ফার্মেসি মালিক ডিবি হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেন।