খোকসায় পল্লী চিকিৎসকের হাত-পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা

0
215

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামের প্রকাশ্য বাজারের ওয়াশিম আকরাম নামের এক পল্লী চিকিৎসকের উপর হামলা করে এক হাত ও পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

উপজেলার ভবানীপুর বাজারে চিকিৎসক ওয়াসিম আকরামের ফার্মেসীতে হামলা করে সন্ত্রাসীরা। আহত পল্লী চিকিৎসক দক্ষিন শ্যামপুর গ্রামের আবু সাঈদের ছেলে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার পর হকিস্টিক ও ধারালো দেশী অস্ত্র নিয়ে ৭/৮ জন সন্ত্রাসী ওই চিকিৎসকের ফার্মেসীতে হানা দিয়ে ওয়াসিম আকরামের উপর হামলা করে। ইচ্ছামত পিটিয়ে আহত চিকিৎসকে ফেলে রেখে যায়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলা কিচিৎসকের বাম হাত ও বাম পা ভেঙ্গে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন পল্লী চিকিৎসক ওয়াসিম আকরাম জানান, বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বর রোমেলা খাতুনের ছেলে মিল্টনের নেতৃত্বে তার উপর হামলা করা হয়। প্রকাশ্য বাজারে হামলার সময় সন্ত্রাসীদের সবার হাতে হকিস্টিক ও দেশী অস্ত্র ছিল। তারা ফার্মেসীর ভিতরে ঢুকে হামলা করে। ১৫/২০ মিনিট ধরে হামলাকারীরা তাকে পিটিয়ে বাম পা ও বাম হাত ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় তিনি মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বেতবাড়িয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর রোমেলা খাতুন জানান, তার ছেলে এই হামলার সাথে জড়িত কিনা তা তিনি জানেন না। রাতে তার বাড়িতে পুলিশ এসেছিল। তাদের মুখে তিনি ঘটনা শুনেছেন। ওই পল্লী চিকিৎকের সাথে তার জমি-জমা নিয়ে বিরোধ আছে বলে স্বীকার করেন। তার (মেম্বরের) চাচা শ্বশুরের বিরুদ্ধে কোটে মামলা করেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন হামলার খবর পেয়েছেন। কেউতো অভিযোগ বা এজাহার দিতে আসেনি।