স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার গ্রামে দাদির চল্লিশার অনুষ্ঠান চলাকালে বাড়ির পাশের পুকুরে পানিতে পরে দেড় বছরের নাতির মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে পানিতে পরে শিশু রাইসা খাতুন মারা যায়। নিহত ১৮ মাস বয়সের শিশু পাইকপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছোট মেয়ে।
নিহত শিশুর মামা কামাল আলী জানান, রবিবার বাড়িতে আবু বক্করের মৃত মায়ের চল্লিশার অনুষ্ঠান চলছিল। বেলা আড়াইটার দিকে শিশু রাইসার মা রেশমী খাতুন মেয়ের সন্ধ্যান করতে থাকে। এক পর্যায়ে নিজের বাড়ির সাথের পুকুরের পানিতে শিশুটির মৃতদেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষনা দেয়। পুকুরের পানিতে পরিতাক্ত ওয়ানটাইম প্লেট নিয়ে খেলার সময় শিশুটি পানিতে পরতে পারে বলে ধারনা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার বিপ্লব সরকার জানান, পানিতে ডোবা শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
আরও পড়ুন – পুলিশে ফের রদবদল
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম জানান, নিহত শিশুর বাবা মা’র পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ছাড়া তারা দাবি করেন, এদিন তাদের বাড়িতে চল্লিশার অনুষ্ঠান চলছিল। শিশুটি হয়তো পুকুরের পানিতে ওয়ান টাইম প্লেট নিয়ে খেলার সময় পানিতে পরে যায়। শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।