খোকসায় প্রতিপক্ষের হামলায় পিতা পুত্রসহ আহত ৩

0
465
hamla-dro-9-14-compressed
প্রতিপক্ষের হামলায় আহত পিতাপুত্র।

দ্রোহ প্রতিনিধি

খোকসার শিমুলিয়ায় জমিতে ঘাস মারা কীটনাশক ছিটানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্রসহ ৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া তাঁতী পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের সূত্রে জানা গেছে, সকালে আব্দুল রাজ্জাক নিজ জমিতে ঘাস মারার কীটনাশক স্প্রে করে। প্রতিপক্ষ শহিদুল তাকে বাঁধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকেরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি শোটা নিয়ে হামলা চালায়। এ হামলায় আব্দুল রাজ্জাক (৫০) পুত্র শান্ত আলী (১৭) এবং তার স্ত্রী নাছিমা বেগম (৪০) গুরুতর আহত হয়। গ্রামবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

খোকসা থানার ডিউটি অফিসার এসআই আব্দুল আজিজ জানান, শিমুলিয়ার ঘটনায় মামলা হয়নি। কেউ আটকও হয়নি।