খোকসায় প্রতিপক্ষের হামলায় অন্তঃস্বত্ত্বা গৃহবধূর আহত

0
151
KHOKSA-DROHO-13-P5
আহত ডলি

স্টাফ রিপোর্টার

বাবার উপর হামলার প্রতিবাদ করায় অন্তঃস্বত্ত্বা এক গৃহবধূর উপর চাচত ভাইয়েরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রামে এ হামলার ঘটনায় আহত হয় ডলি খাতুন (২০)। তিনি তিন মাসের অন্তঃস্বত্ত্বা বলে দাবি করেন।

জানা গেছে, বাড়ির প্রস্রাব খানার নরদমার পানি যাওয়া নিয়ে গ্রামের মনির উদ্দিন ও তার ভাই সেকেন্দারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকেরা মনির উদ্দিনের ওপড় চড়াও হয়। এ সময় মনিরের অন্তঃস্বত্ত্বা মেয়ে ডলি ও তাসলিমা বাবাকে রক্ষায় এগিয়ে যায়। হামলা কারীরা ডলির উপর আক্রমন চালায়। প্রায় ৩ ঘন্টা পর প্রতিবেশীদের সহয়তায় আহত অন্তঃস্বত্ত্বা নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়।

আহত বোন কে চিকিৎসা দিতে নিয়ে আসা তাসলিমা জানান, সেকেন্দার মন্ডলের লোকেরা তাদের উপর হামলা করে। তারা চিকিৎসার জন্য হাসপাতালে আসার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। প্রায় তিন ঘন্টা পর তাদের মোবাইলে ধারণ করা হামলার দৃশ্য ডিলিট করার পর তাদের বাড়ি থেকে বেড় হতে দেওয়া হয়। এ ব্যাপারে তারা মামলা করার সাহস পাচ্ছেনা বলে জানায়।