খোকসায় প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব

0
149

স্টাফ রিপোর্টার

শীতে গ্রাম বাংলার পিঠা পায়েস খাওয়ার উৎসব গুলো হারিয়ে যেতে বসেছে। গ্রামীন সংস্কৃতি ধরে রাখতে এক দিনের পিঠা উৎসবের আয়োজন করেছিলেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। উৎসবে যোগ দিয়ে ছিলেন শিশু শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের স্থানীয় কর্মকর্তা। উৎসবটি, শিক্ষা উৎসবের পরিনত হয়েছিল।

খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয় এই পিঠা উৎসবের। অভিভাবক ও শিক্ষকরা যৌথ ভাবে এই উৎসবের আয়োজন করেন। প্রদশর্নীতে শিক্ষার্থীদেরও পিঠার পসরা সাজিয়ে বসতে দেখা যায়। এ বছর উৎসবে প্রায় ৩০ পদের পিঠা পায়েস উপস্থাপন করা হয়।

বিদ্যালয় চত্বরে কয়েকটি স্টলে সকাল থেকে পিঠা প্রদশর্নী করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জমির। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার হুসাইন মহম্মদ বেলাল, খাইরুল ইসলাম ও উপজেলা রিসোর্স সেন্টারের ইনেস্ট্রোক্টর অপূর্ব লাল ভট্রাচার্য, প্রধান শিক্ষক তোরান মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও বিদ্যালয়ের সহ সভাপতি আব্দুল মতিন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক গদাধর পাল বলেন, শীত এলেই গ্রাম বাংলায় পিঠা পায়েস এর উৎসব হতো। হিন্দুধর্মলম্বীদের ছিল পৌষ সংক্রান্তি। সব উৎসবই এখন নাম মাত্র হয়। শিশুরা অনেক পিঠার নাম বইতে পড়েছে, দেখেনি। শিশুদের বাস্তবদর্শনের সাথে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে তিনি এই আয়োজন করে আসছেন।