স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে।
ইউনিয়ন পর্যায়ের প্রথম খেলায় ২-০ গোলের ব্যবধানে বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে শিশুদের দল বিজয়ী হয়। বেতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দল পরাজিত হয়।
মঙ্গলবার সকালে বেতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেতবাড়িয়া ইউনিয়নের ৮টি স্কুলের বালক-বালিকাদের ১৬টি দল অংশ গ্রহন করে।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বাবুল আকতার। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেলাল হুসাইন বক্তব্য রাখেন। সভাপতির করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুলে ইসলাম।