খোকসায় বিএনপির কর্মী সমাবেশে ঐক্যের ডাক

0
90

স্টাফ রিপোর্টার

উত্তেজনার মধ্যদিয়ে ১৩ বছর পর খোকসা থানা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঐক্যের ঢাকের মধ্যে দ্বিধাবিভক্ত নেতারা একমঞ্চে বসে থানা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করলেন।

বুধবার সকালেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে বিএনপির কর্মীরা খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে তৈরী সভামঞ্চের সামনের বিশাল প্যান্ডেলে অবস্থান নিতে থাকেন। সভা শুরুর নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীতে কানায় কানায় ভরে যায় সভাস্থল। তবে মিছিল নিয়ে আসা কর্মীদের প্রত্যেকের হাতেই ধানে শীষ বাঁধা কাঠের বাটাম আর বাঁশের লাঠি দেখা যায়। জেলা নেতারা সমাবেশে আসার আগেই নেতাকর্মীদের লাঠিসোটা ফেলে আসন গ্রহনের জন্য মাইকে অনুরোধ করা হয়। বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে কর্মীরা লাঠিসোটা রেখে সভায় যোগ দেন। তবে শেষ পর্যন্ত উল্লেখ বিশৃঙ্খল ঘটনা ছড়াই দ্বিধাবিভক্ত নেতারা একমঞ্চে বসে সভা শেষ করেন।

বিএনপির উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুসরণ করা ও ঐক্যের আহবানের মধ্যদিয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ কর্মী সমাবেশটির উদ্বোধন করেন।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সাদী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, থানা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান কাজল, সৈয়দা ফাইমা রুমি, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু প্রমুখ।

আরও পড়ুন- পদ্মায় জেলের জালে ধরা পড়লো কুমির

পৌর বিএনপির সভাপতি এ জেড জি রেজা বাজু কর্মী সমাবেশটি সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন খোকসা থানা বিএনপি’র আহবায়ক সৈয়দ আমজাদ আলী।

আরও পড়ুন – খোকসায় ভ্রামমান আদালতের অভিযান

আলোচনা সভা শেষে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ খোকসা থানা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।