স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার গ্রামে পাখি ভ্যানের ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের ভ্যান চালক জাহিদ হোসেন (২৬) নিজের ভ্যানের ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যায়। সে ওই গ্রামের বসির মন্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনে মত রবিবার বিকালে বাড়ি ফিরে জাহিদ নিজের পাখি ভ্যানের ব্যাটারী চার্জ দিতে যায়। বৃষ্টির পানিতে তার ভ্যানটি বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মুহুত্যে সে (জাহিদ) মাটিতে লুটিয়ে পরে। আহত ভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে। পরে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।