স্টাফ রিপোর্টার
সরকারের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা করা হয়। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া ৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ।
বুধবার সকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রায় ৮ হাজার সুবিধা ভোগী অংশ গ্রহন করেন। উপজেলার বষস্ক, বিধবা, শারীরিক ও মানসিক প্রতিবন্ধি মিলে প্রায় ১৫ হাজার সুবিধা ভোগী রয়েছেন।
সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথি কুষ্টিয়া ৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ এমপি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন খান, সকিব খান টিপু, আকমল হোসেন প্রমুখ।
খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আছে কবলেই, ভাতা সুবিধার মাধ্যমে খোকসার প্রায় ১৫ হাজার অস্বচ্ছল মানুষের পরিবারে স্বচ্ছলতা এনে দিয়েছেন।
তিনি বর্তমান সরকারের জনমুখী উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, জামাত বিএনপি চক্রের কাছে দেশ গেলে সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে। আপনাদের মত সারা দেশের কয়েক কোটি সুবিধা ভোগী অস্বচ্ছল মানুষের এই সব সুবিবিধা বন্ধ হয়ে যাবে। আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।