খোকসায় ভুলে বিষ খেলো শিশু

0
585
শিশু মাহিমার ওয়াস করা হচ্ছে

স্টাফ রিপোর্টার

লাউ গাছে দেওয়ার জন্য গুলিয়ে রাখা তরল বিষ খেয়ে অসুস্থ হয়ে পরা দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে হাসপাতালে ভর্তি হয়েছে।

কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া গ্রামে শনিবার সকালে নিজের বাড়িতে ভুলবসত বিষ খাওয়া শিশুটির নাম মাহিমা। সে মুন্নাফ হোসেনের মেয়ে এবং বেতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

শিশুর পরিবার সুত্রে জানা গেছে, সকালে শিশুরা বাইরে খেলতে গেলে তাদের মা বাড়ির উঠানের কোনার লাউগাছে দেওয়ার জন্য কিছুটা বিষ বোতলে গুলিয়ে রাখেন। শিশু মাহিমা বাড়ি ফিরে মায়ের কাছে পানি খেতে চায়। এক পর্যায়ে শিশুটি চৌকির নিচেয় বোতলে গুলিয়ে রাখা বিষ পানি ভেবে খেয়ে নেয়। শিশুটির মা টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিন সন্তানের জননী মায়া খাতুন জানান, মাহিমা তার প্রথম সন্তান। সকালে ২ মেয়ে বাইরে খেলতে গেলে তিনি লাউ গাছে দেওয়ার জন্য বিষ গুলান। কনিষ্ঠ মেয়ে সন্তানটি ঘুম থেকে উঠে পরায় সে বিষের পাত্র রেখে তাকে সামলাতে চেষ্টা করে। এ সময় মাহিমা ভুলবসত বিষ মেশানো পানি খেয়ে ফেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: সাইদুজ্জামান জানান, শিশুটিকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। সে মোটামুটি ভালো আছ।