স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিতে হয়েছে।
রবিবার সকালে উপজেলা ক্যাম্পাস থেকে একটি র্যালী বের করা হয়। পরে নির্বাহী অফিসারের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম ও খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ প্রমুখ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, রচনা ও আবৃত্তির প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বার্হ অফিসার মেসবাহ্ উদ্দীন