খোকসায় মাদকসেবীদের হামলায় আদিবাসী যুবক আহত

0
145
হাসপাতলে চিকিৎসাধীন পুলক

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কাজ থেকে বাড়ি ফেরার সময় মাদকসেবীদের হামলার আদিবাসী যুবক পুলক কুমার দাস (২০) আহত হয়েছে।

সোমবার রাত ৯ টার পর পুলক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌছালে পূর্ব বিরেধের জের ধরে সঙ্গবদ্ধ মাদকসেবীরা তার উপর হামলা করে। যুবকের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মাদকসেবীরা পালিয়ে যায়। স্থানীয়রা পুলককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত পুলক কমলাপুর আদিবাসী পল্লীর ধিরেন দাশের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন পুলক জানায়, ইতিপূর্বে কমলাপুর মিয়া পাড়ার একদল কিশোর আদিবাসী পল্লীতে ঢুকে মাদক সেবণ করত। সে সময়ে তারা মাদকসেবীদের বাধা দেয়। এ ঘটনার জের ধরে ১৫ জন কিশোর মাদকসেবী দেশী অস্ত্র¿নিয়ে আদিবাসী মহল্লায় মহড়া দেয়। তার পক্ষ থেকে স্থানীয় এক নেতাকে বিষয়টি জানায়। এসব ঘটনার জের ধরে তার উপর হামলা হয়েছে বলে সে দাবি করে।

উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সেও জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার মনির হোসেন জানান, আদিবাসী যুবকের শরীরের বেশ কয়েকটি স্থানে জখম হয়েছে। তবে সে সুস্থ্য আছে।