স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪(খোকসা- কুমারখালী) আসনের নৌকার কর্মী ও কলেজের লাইব্রেরিয়ানকে জনসমুখ্যে কান ধরে উঠবোস করানোর ঘটনার জড়িত একজনকে পুলিশ আটক করেছে।
কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নের ধোকরাকোল কলেজ মোড়ে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ওই লাইব্রেরিয়ান কে কান ধরে উঠবস করানোর নেতৃত্ব দেয় সদ্য বিজয়ী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রবিউলের নেতৃত্বের ক্যাডার বাহিনী।
ভুক্তভোগী ধোকড়াকোল ডিগ্রী কলেজের লাইব্রেরিয়ান জাহাঙ্গীর আলম আলাল জানান, তিনি সেদিন (মঙ্গলবার) যথা সময়ে কলেজে আসেন। কাজও শুরু করেন। সকাল ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রবিউল ইসলাম তার মুঠো ফোনে কল করেন। তিনি (জাহাঙ্গীর) ফোন রিসিভ করেন। তাকে কলেজে মড়ে দেখার করার আদেশ দেওয়া হয়। তিনি অনেকটা নিরুপায় হয়ে ঘটনা স্থলে হাজির হন। এ সময় রবিউল তার উপর চড়াও হয়। তার বাহিনীর অন্য সদস্যরা তাকে লাঠি ও হাতুর দিয়ে বেধরক পিটায়। এবার তাকে জনসমুখ্যে সাতবার কানধরে উঠবস করার আদেশ দেয় রবিউল। তিনি জীবন রক্ষায় সব ভুলে তাদের সিদ্ধান্ত মত কান ধরে উঠবস করতে বাধ্য হন।
পরিস্থিতির শিকার লাইব্রেরিয়ান ও নৌকার কর্মী জাহাঙ্গীর আলম আলাল ঘটনার দিন রাতে নিজে বাদী হয়ে খোকসা থানায় মামলা করেন। এ মামলার আসামী রবিউল ইসলাম (৫০)কে সে রাতেই পুলিশ আটক করেছে। রবিউল উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের কাজেম আলীর ছেলে।
বুধবার সকালে পরাজিত নৌকার প্রার্থীর কর্মীকে মধ্যযুগিয় কায়দায় নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ।
মামলার বাদী শিক জাহাঙ্গীর আলম আলাল এর বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। তিনি আরও বলেন, নিরাপত্তা ও সন্মানের বিষয় বিবেচনা করে বিষয়টি নিয়ে প্রথমে মুখ খুলতে চাইনি। পরবর্তীতে বাধ্য হয়েই থানায় মামলা দায়ের করেছি।
এ বিষয়ে নৌকার প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার বলেন,এমন ঘটনা ঘটেছে সেটা সবাই জানে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আননুর জায়েদ বলেন, রাতেই অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এই আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০ হাজার ১১১ ভোট।