খোকসায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার

0
137

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমস্যা এবং উত্তরণে করণীয় বিষয়ে একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সোমবার পরিষদ অডিটরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মর্তা মেজবাহ উদ্দীন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজ সেবার অধিদপ্তর কুষ্টিয়ার উপ পরিচালক রোখসানা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার জুথী ও সহকারী উপ পরিচালক মোঃ মুরাদ হোসেন।

ভাতা ভোগীদের টাকা ভুল নম্বরের যাওয়াসহ নানা সমস্যা তুলে ধরে আলোচনা করেন জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীন, আইয়ুব আলী, আলমগীর হোসেন ও আমিনুর রহমান খান (বিষু) প্রমুখ।