খোকসায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

0
139

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী)আসনের স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী অফিসে দুবৃত্ত¡রা হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় নেতা কর্মীরা অফিসে উপস্থিত ছিলেন।

শরিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-৪ আসনের খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর হাটে এ আসনের এক মাত্র স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা করে দুবৃত্ত¡রা। হামলা কারীরা অফিসের বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করে। এ সময় অফিসে উপস্থিত নেতা কর্মীরা ছুটা ছুটি শুরু করে। সন্ধ্যায় বাজারে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। মুহুত্যের মধ্যে বাজার বন্ধ হয়ে যায়।

জানিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের একতারপুর পূর্বপাড়ার মেম্বর ও সতন্ত্র প্রার্থীর কর্মী অখিল বিশ্বাস জানান, সন্ধ্যা ৭ টার তিনি বাড়ি যান। এর কিছু সময় পর বাজারের চিৎকার শুনে তিনি আবার বাজারে ফিরে আসেন। এসেই দেখতে পান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র এমপি প্রার্থী আব্দুর রউফ এর নির্বাচনী অফিসটি ভাংচুর করেছে। থানা পুলিশ ঘটনা স্থলে এসেছিল। কারা হামলা করেছে সে বিষয়ে তিনি জানেন না বলে জানান।

সাবেক সংসদ আব্দুর রউফ দাবি করেন, স্থানীয় একজন চেয়ারম্যানের আত্মীয় তার অফিস ভাংচুর করেছে। হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল। তিনি এ ঘটনায় থানা ও সহকারী রির্টানিং অফিসারকে মুঠো ফোনে জানিয়েছেন।

জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজিদ জানান, তিনি কর্মীদের নিয়ে ৪ নম্বর ওয়ার্ডে ক্যাম্পিং করছিলেন। এমন সময় পুলিশ খবর দেয় হাটের উপর একটি নির্বাচনী অফিস ভাংচুর হয়েছে। অফিস কবে করেছিল, কারা করেছিল সে বিষয়ে তার জানা নেই।

সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকতা ইরুফা সুলতানা বলে অভিযোগ পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ঘটনা স্থল পরিদর্শন করেছেন। কিছু চেয়ার ভাঙ্গার নমুনা পেয়েছেন। কে বা কারা এর ঘটনায় জড়িত তা জানা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।