খোকসায় স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গেছে দুর্বৃত্বরা

0
117

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একরাতে দুই ভাইয়ের পৃথক ফাঁকা বাড়ির তালা ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ ৫ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্ত¡রা।

শুক্রবার দিনগত গভীর রাতে খোকসা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের কাদিরপুর গ্রামের আব্দুল মজিদ শিকদার ও আব্দুল মতিন শিকদার সহদরের পৃথক বাড়িতে হামলা করে সঙ্গবদ্ধ দুর্বৃত্ত¡রা। এ রাতে বাড়ির মালিকরা স্বপরিবারে অন্যজেলায় দাওয়াত খেতে গিয়েছিলেন। শনিবার দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বাড়িতে ফিরেছেন। দৃর্বুত্ত¡রা দুটি বাড়ির সদর দরজার গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে। আব্দুল মজিদের টিনসেড বাড়ির ৩টি কক্ষের তালা ভেঙ্গে তছনছ করে ২ ভড়ি ওজনের স্বর্ণালংকার, মালামাল ও ৭৫ হাজার নগদ টাকা নিয়ে গেছে।

একই দুবৃত্ত¡রা আব্দুল মতিন শিকদারের পাকা বাড়ির প্রধান গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে কমপক্ষে ৪টি কক্ষ তছনছ করে প্রায় দেড় ভড়ি স্বর্ণালঙ্কার ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়।

শনিবার বিকালে থানা পুলিশের একটিদল ঘটনা স্থল পরিদর্শন করেছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থ গৃহকর্তারা থানায় অভিযোগ করেননি। তবে তারা অভিযোগ দায়ের করবেন।

আব্দুল মজিদ বলেন, তারা বাড়ির বাইড়ে থাকায় দুর্বৃত্ত¡রা গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করেছে। বাড়িতে থাকলে তাদের ডেকে তুলে ডাকাতি করতো। তাতে করে জান-মালের হানি হতে পারত। দুর্বৃত্ত¡রা দীর্ঘ সময় ধরে ভাংচুর করেছে বলে মনে করেন। তিনি থানায় লিখিত দেবেন বলে জানান।

আবুল মতিন শিকদার জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা ছেলের শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। তারা বাড়িতে থাকলেও দুর্বৃত্বরা হামলা করত বলে মনে করেন। তিনি শুধু জিডি করবেন।

থানা ভার প্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ পাঠিয়েছিলেন। তদন্ত চলছে। জড়িতদের সনাক্ত করার কাজও চলছে।