খোকসায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর আহত

0
127
আহত কিশোর

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মোটর সাইকেল দুর্ঘটনায় দুই কিশোর আহত হয়েছে।

সোমবার সকাল উপজেলার ইচলাট গ্রামের মধ্যে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে আল-আমীন (১৮) , সে নারায়ন পুর গ্রামের সালাম শেখ ছেলে। অপর আহত শিপন(১৮), সে ইচলাট গ্রামের আজম আলরি ছেলে। তারা কুমারখালীর গ্রামের এক আত্মীয় বাড়ি থেকে নিজ গ্রামে ফিরছিল।

আহত আল-আমীন জানান, ফুলতলা থেকে ঈশ্বরদী সড়কের সংস্কার কাজ চলছে। রাস্তা খোড়া খুড়ির গর্তে পরে তারা আহত হয়েছে।