খোকা থেকে বঙ্গবন্ধু প্রচার হবে দুরন্ত টিভিতে

0
133
খোকা থেকে বঙ্গবন্ধু

দ্রোহ বিনোদন ডেস্ক

জাতীয় শোক দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘খোকা থেকে বঙ্গবন্ধু’।
শুক্রবার ও শনিবার দুপুর ২টায় অনুষ্ঠানটি প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আয়োজকরা জানান, এ অনুষ্ঠানে শিশুরা বঙ্গবন্ধুর শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত নানান মজার গল্প, মানবিক ও সংগ্রামী ঘটনার ইতিহাস জানতে পারবে।

আলোচনার ফাঁকে শিশুরা আবৃত্তি পরিবেশন করবে ও ছবি আঁকবে। এছাড়া বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে দর্শক বন্ধুদের পাঠানো চিঠি পড়ে শোনানো হবে।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছে রাইমা হক ও সৈয়দ আরবিন আয়ান। শুক্রবারের অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন আবুল মোমেন এবং শনিবারের পর্বে অতিথি হিসেবে থাকবেন মফিদুল হক।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তোফায়েল সরকার।