গণরিবহনের ধর্মঘট প্রত্যাহার, বাড়লো বাসের ভাড়া

0
130

দ্রোহ অনলাইন ডেস্ক

বিআরটিসি ও পরিবহন মালিকদের সাথে বৈঠকের ভাড়া পুনঃনির্ধারণের পর বাস ও পন্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান ভাড়া পুনঃনির্ধারণে রবিবার পরিবহন মালিক ও বিআরটিএ কর্মকর্তাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।

বিকালে সংবাদ সম্মেলনে নুর মোহাম্মদ মজুমদার বলেন, দুরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৪২ পয়সা থেকে বেড়ে এক টাকা ৮০ পয়সা নিদ্ধারণ করা হয়। মহানগরে বাসের ভাড়া এক টাকা ৭০ পয়সা থেকে বেড়ে দুই টাকা ১৫ পয়সা করা হয়েছে। রবিবারই এ সংক্রান্ত প্রজ্ঞাপন হবে।

এর আগে সকালে রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন।