মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে গোলাপি খাতুন (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গোলাপী খাতুন উপজেলার থানাপাড়ার হাফিজুর রহমানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোলাপি খাতুন তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে ঘুমন্ত অবস্থাতেই তাকে বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে ক্ষতস্থান কাপড় দিয়ে বেঁধে ওঝা দিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ওই গৃহবধূকে গাংনী হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়রা জানায়, বর্ষার সময় চারদিকে পানি থাকায় এলাকায় সাপের উপদ্রব বাড়ে। তাদের মতে, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালগুলোতে এন্টিভেনম সরবরাহ করা না হলে এরকম ঘটনা আরও ঘটতে পারে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম রিয়াজুল আলম বলেন, গোলাপী খাতুনের শারীরিক অবস্থা বিবেচনায় করে তাকে এন্টিভেনম দেওয়ার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে স্থানন্তরের সিদ্ধান্ত হয়। কিন্তু তার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়।