গুলিতে শ্রমিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

0
124

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় স্কপের ব্যানারে বাঁশখালীতে নির্মানাধীণ বিদ্যুৎ কেন্দ্রে গুলি করে ৭ শ্রমিক হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এ মানববন্ধনের আয়োজন করে। জাতীয় শ্রমিক লীগ কষ্টিয়ার সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে শহরের প্রধান সড়ক এনএস রোডস্থ কুষ্টিয়া হাইস্কুল মার্কেটের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্কপের শরীক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, জাসদ সভাপতি গোলাম মহসিন, বাসদ কুষ্টিয়া জেলা আহŸায়ক কমরেড শফিউর রহমান শফি, জেলা সিপিবির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাসদ নেতা কারশেদ আলম, স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পলান বিশ^াস, সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুষ্টিয়ার সভাপতি আশরাফুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের সমন্বয়ক এসরারুল হক, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক নীল কমল বিশ^াস, জাতীয় শ্রমিক জোটের সাধরণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জাতীয় শ্রমিক জোটের যুগ্ম সাধরণ সম্পাদক আয়ুব আলী, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি রমজান আলী এবং শ্রমিক নেতা আমানত শেখ প্রমুখ।