গ্রীন জোন ঝিনাইদহে করোনায় আক্রান্ত ৯৩ জন

0
129
jhenaidah-Dro-14-p-6

ঝিনাইদহ প্রতিনিধি

দেশের একমাত্র গ্রীন জোন ঝিনাইদহে দিন দিন করোনায় আক্রান্ত সংখ্যা বাড়ছে। জেলার সমতা ডায়াগষ্টিক সেন্টারে নতুন ৬জনসহ করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৩ জন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন , রবিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮৪ টি রিপোর্ট এসেছে। এদের মধ্যে ১১ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে কোটচাঁদপুর ৫, কালীগঞ্জ ৩, হরিণাকুণ্ডু ২ মহেশপুরে ১ জন।

উল্লেখ্য, ঝিনাইদহ শহরের সমতা ডায়াগনোষ্টিক সেন্টার লকডাউন করা হয়েছে।

আরও পড়ুন: 

এগিয়ে চলেছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কর্মসূচি ”অদম্য পাঠশালা”