চরে ফুটবল

0
118

গড়াই নদীর তলদেশে কয়েক কলোমিটার লম্বা চর জেগে উঠেছে। বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। স্কুল ছুটির অবসরে সকালেই চরে ফুটবল খেলায় মেতে উঠেছে শিশুরা। কুষ্টিায়ার খোকসার খানপুর গ্রামের গড়াই নদীর চর থেকে শুক্রবার বেলা শোয়া ১২ টায় ছবি গুলো তোলা।