চালকের চোখে মরিচের গুড়া ছিটিয়ে গরু ডাকাতির

0
41

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপ চালকের চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ^বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে পিতা-পুত্রসহ তিনজন আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এঘটনার কিছুই জানা নেই চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ।

জানতে চাইলে রবিবার বেলা সাড়ে বারটায় চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকুল চন্দ্র বিশ^াস বলেন,‘এরকম কোন ঘটনা জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি।’ তিনি দাবি করেন, রাত সাড়ে আটটা থেকে হাইওয়েতে তাদের টহল পুলিশ ছিল।

আহতরা হলেন নওগাঁ জেলার ধামইরহাট থানার চানকুড়ি এলাকার আবদুর রহিম (৫৫), তাঁর ছেলে রেজওয়ান (২৩) ও পিকআপ চালক মুকুল হোসেন (৪০)।

জেলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিম ও তার ছেলে রেজওয়ান গুরু ব্যবসায়ী। তারা শনিবার জয়পুরহাট থেকে একটি পিকআপ ভ্যানে করে ক্রেতার বাড়িতে পৌছে দেওয়ার জন্য যশোরের উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে দশটার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে শান্তিডাঙ্গা এলাকায় ইসলামী বিশ^বিদ্যালয়ের একটু আগে কয়েকজন ব্যক্তি পিকআপের চালককে লক্ষ্য করে মরিচের গুড়া ছুড়ে মারে। এতে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থেমে যান। এর পরপরই প্রায় ৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয় এবং মারপিট করে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ ভ্যান থেকে গরুগুলো নামিয়ে তাদের ট্রাকে তুলে নিয়ে কেটে পড়ে। পিকআপে পাঁচটি গরু ছিল যার দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রেজওয়ান বলেন, আহত অবস্থায় তারা সড়কে পড়ে ছিলেন। খবর পেয়ে ইসলামী বিশ^বিদ্যালয় থানার পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন – গড়াই নদীর বালু উত্তোলনের দায়ে দুজনের কারাদন্ড

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) শেখ ওবাইদল্লাহ জানান, মহাসড়কে পাঁচটি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহতদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।