চিকিৎসক রেজাউল করিম মারা গেছেন

0
230

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার বিশিষ্ট লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিকিৎসক মহঃ রেজাউল করিম বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নী এলাহি রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর মহাখালি ইউনিভার্সেল হাসপাতালে তিনি (রেজাউল ডাক্তার) মৃত্যু বরণ করেন। তিন পুত্র, ৫ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পরিবারের পক্ষ রবিউল আলাম বাবুল জানান, খোকসা বাজারের প্রবীন এ্যালপ্যাথি চিকিৎসক মহঃ রেজাউল করিম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার আবনতি ঘটলে তাকে রাজধানীর মহাখালি ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের অধিনে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার দুপুর ১ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। আজই (শনিবার) মরহুমের মৃতদেহ তার নিজ বাড়ি খোকসার জানিপুরে সূর্য সিঁড়িতে আনা হবে।

মহঃ রেজাউল করিমের মৃত্যুতে উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিবুর বহমান হবি। এছাড়া সাপ্তাহিক দ্রোহ পরিবারের পক্ষ থেকে পত্রিকাটির সম্পাদক তাসলিমা খাতুন তমা মুনসী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

মরহুম রেজাউল করিম শৈলকুপা উপজেলার সারুটি গ্রামের ডাঃ মোতাহার হোসেনর একমাত্র পুত্র। গ্রামে জন্ম নিলেও তার যৌবন থেকে জীবনের শেষ সময় কেটেছে খোকসা মানুষের চিকিৎসা সেবা করে। এ ছাড়া বিভিন্ন পত্র পত্রিকায় লেখা লেখি করেছেন। খোকসার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পাদনাসহ সাংস্কৃতিক পরিমন্ডলে তিনি অগ্রণি ভূমিকা রেখেছেন।