চুরির অভিযোগে শিশু নির্যাতন ফার্মেসি মালিক গ্রেফতার

0
126
নির্যাতিত শিশু জিসান

ঝিনাইদহ প্রতিনিধি

দোকান থেকে টাকা চুরির অভিযোগে এক শিশুকে নির্যাতন করেছে ফার্মেসি মালিক।
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় জটারখালী বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জিসান (১১) নামের এক শিশুকে টাকা চুরির অভিযোগে ফার্মেসি মালিক নির্যাতন করে। শিশুটি নির্যাতনের একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

জানা গেছে, দোকান মালিক শিশুটিকে হাত-পা বেঁধে নির্যাতন করেছে। শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশ মামুন নামে ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে। মামুন উপজেলার জোড়াদহ গ্রামের শামছুল আলমের ছেলে। নির্যাতিত শিশু জিসান একই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত মামুনের হরিনাকুন্ডু উপজেলার জটারখালি বাজারে ওষুধের ফার্মেসি আছে। জিসান তার ফার্মেসির কর্মচারী। শনিবার সকালে দোকানের ৩ হাজার টাকা চুরি হওয়ায় জিসানকে অভিযুক্ত করে মামুন তার হাত-পা বেঁধে নির্যাতন করে। এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ওই শিশুকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে এবং একই স্থান থেকে মামুনকে আটক করে।

জিসানের বাবা খলিলুর রহমান বলেন, তার ছেলে দীর্ঘদিন মামুনের ওষুধের দোকানে কাজ করছে। কোনদিন তার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠেনি। শনিবার সকালে তার ছেলেকে মাত্র ৩ হাজার টাকা চুরির অভিযোগ তুলে নির্যাতন করে দোকান মালিক মামুন।

শিশু জিসানের দাবি, সে টাকা চুরি করেনি। তাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে মারধর করেছে ফার্মেসি মালিক মামুন।

অভিযুক্ত দোকান মালিক মামুন বলেন, তিনি দোকান ফেলে বাইরে গিয়েছিলেন। দোকানে ফিরে দেখেন ক্যাশ বাক্সে ৩ হাজার টাকা নেই।

হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক সোহেল বলেন, এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।