চুয়াডাঙ্গায় থানার সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যা

0
134

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার সামনে উপজেলা ভাইস চেয়ারম্যানের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুর দামুড়হুদা মডেল থানার মেইন গেটের সামনে হামলায় নিহত বৃদ্ধের নাম ই¯্রাফিল মোল্লা (৭৫)। তিনি উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মৃত জুনাব আলী মোল্লার ছেলে।

বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়ার পর ঘাতক ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করা হয়েছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন।

নিহতের পরিবার ও প্রত্যদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের নজরুল ইসলাম ও বজলুর রহমানের মধ্যে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় নজরুল লিখিত অভিযোগ করলে বিরোধ মিমাংসার জন্য দু’পকে থানায় ডাকা হয়। শুক্রবার মিমাংসা শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় দু’পরে কথাকাটাকাটির এক পর্যায়ে দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বৃদ্ধ ই¯্রাফিল মোল্লাকে কিল-ঘুষিসহ মারধর করেন। এ সময় বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়েন। আহত বৃদ্ধকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।