চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকে লুটের ঘটনায় মামলা

0
161
CHADUNGA-droho-15-11-2020-p-2
ছবি সংগ্রহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সোনালী ব্যাংক থেকে আট লাখ টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম সোমবার জানান, এ ঘটনায় উথলী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে আগের রাতে এ মামলা দায়ের করেন।

তিনি বলেন, মামলায় অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

রবিবার বেলা দেড়টার দিকে মাথায় হেলমেট পরা তিনজন যুবক গ্রাহক বেশে ব্যাংকে ঢুকে অস্ত্রের মখে জিম্মি করে ক্যাশ কাউন্টার ও ভল্ট থেকে আট লাখ লুট করে নিয়ে যায়।

চুযাডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল বলেন, ব্যাংকটির শাখায় কোন সিসি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের চিহ্নিত করতে সময় লাগছে। তবে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।