চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদরের এক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তন্ময় হাসান তপু নামে এক পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর সন্ত্রাসীরা।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরতলীর আল হেলাল ইসলামীয়া একাডেমির ভিতরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। কিশোর সন্ত্রাসীদের হামলায় নিহত তন্ময় জেলা সদরের পৗর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে।সে এসএসসি পরীক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠিরা জানান, স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় আনুষ্ঠানে এক সহপাঠি ছাত্রীর সাথে কথা বলার অপরাধে ফার্মপাড়ার ইমন, শিহাব, শান্তিপাড়ার আকাশ ও মুসলিমপাড়ার রূপক ধারালো রামদা ও চাপাতি দিয়ে তন্ময়কে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে।
সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান জানান, তপুর শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, স্কুল ক্যাম্পাসে ছাত্র হত্যার ঘটনায় আইনত বিষয়টি প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।