চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করায় যুবদল নেতার উপর হামলা

0
35

কুষ্টিয়া প্রতিনিধি

অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় এক যুবদল নেতাকে মারপিট করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও ইউ পি চেয়ারম্যানের বিরুদ্ধে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মেছের আলী খাঁ’র অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করায় ওই যুবদল নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ওই ইউনিয়নের ঘোষপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (১৭ নভেম্বর) দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই যুবদল নেতা ।

মারধরের শিকার ওই যুবদল নেতার নাম জাহাঙ্গীর আলম। তিনি চরসাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ও গোবিন্দপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে গত শনিবার বিকালে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন এলাকাবাসীর একাংশ। এতে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বয়েনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরসাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক গোলাম আযম, ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর কারণে জেলা ও উপজেলা শহরের সঙ্গে চরসাদিপুরের উন্নত যোগাযোগ ব্যবস্থা নেই। সেজন্য সরকারি কর্তাদের নজরদারি কম। সেই সুযোগে আওয়ামী লীগ পন্থী চেয়ারম্যান মেছের আলী খাঁ পাঁচ – সাত হাজার টাকা ঘুষের বিনিময়ে ভিজিএফ, প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড প্রদানে দলীয়করণ, স্বজনপ্রীতি করেছেন। দলীয়করণের মাধ্যমে টিআর, কাবিখাসহ সরকারি নানা প্রকল্পে অনিয়ম ও অর্থ লুটপাট করেছেন। তারা এই অনিয়ম ও দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।

চরসাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসবের প্রতিবাদে গত শনিবার বিকালে মানববন্ধন করা হয়। সেই ক্ষোভে রাতে চেয়ারম্যান মেছের আলী খাঁ, তাঁর দুই ছেলে ফিরোজ হোসেন ও নাজমুল হোসেনসহ আট – দশ জন মিলে আমাকে কিল ঘুষি, লাথি মারে এবং হত্যার হুমকি দিয়েছেন। আমি বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেছের আলী খাঁ। তিনি বলেন, জাহাঙ্গীর আমার পাড়া প্রতিবেশী আত্মীয়। সে কেন মানববন্ধনে গিয়েছিল? তা জানতে গিয়েছিলাম। তবে মারধর করা হয়নি।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আরও বলেন, সরকার পরিবর্তন হওয়ায় জামায়াত – বিএনপির নেতাকর্মীরা ব্যক্তগত সুবিধা নিতে না পেরে মনগড়া অভিযোগ করছেন।

আরও পড়ুরন – বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।