ছবিতে ঈদ

0
116
গ্রমের মালতে (সমাজপতির বাড়ি) সিন্নি নিয়ে যাচ্ছেন বৃদ্ধারা। মুকশিতপুর পূর্ব পাড়া থেকে ছবিটি তোলা।

টানা একমাস সিয়াম সাধনার পর ঈদ এসেছে। ঈদের খুশি ভাগাভাগীতে কেউ পিছু পা হতে না রাজ। যার যেমন সামর্থ। সে তেমন ঈদ উপভোগ করেছে।

বিদ্যালয়ের সততা ষ্টোর থেকে সীমা ব্যবসার কৌশল রপ্ত করেছে। সেই সাহস থেকে ঈদের মাঠে খেলনার পসরা সাজিয়ে বসেছে। কমলাপুর মিয়া পাড়া ঈদগাহ মাঠ থেকে ছবিটি তোলা।