ছবিতে নির্বাচন

0
118
নতুন ভোটার অদ্রি বিশ্বাস।

অদ্রি বিশ্বাস। প্রথম ভোট দিলেন। অনেকটা ভোটার শুন্য ছিল তার কেন্দ্র। তাই দুই মিনিটে নিজের প্রথম ভোট দিয়ে পুলকিত। অদ্রি খোকসা পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের কমল বিশ্বাসের মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ছবি তোলা।

ভোটের চিহ্ণ হাতের কালি দেখাচ্চন অদ্রি বিশ্বাস
অধিক ঝুকিপূর্ণ দুধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
ভোটার শুন্য কেন্দ্রে নিরাপত্তা কর্মীরা রোদ পোহাচ্ছেন। এটি দুপুর ২টার দিকে কোলা ছবি।
দুই নিরাপত্তা কর্মীর সহায়তার ভোট দিয়ে বেরুচ্ছেন বৃদ্ধা নূর জাহান বেগম । ছবিটি মোড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা।
জমির আলী। বয়স ১০৬ বছর। অনেক ভোট দিয়েছেন এবারও ভোট দিতে এসেছেন। পথে দেখা হয়েছে আর এক বৃদ্ধা নূর জাহান বেগম (৮৪)র সাথে। সড়কের পাশে বসে দু’জনে কুশলাদি সেরে নিচ্ছেন। খোকসার মোড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাশ থেকে তোলা ছবি।