ছয়জনের বিরুদ্ধে মামলা করলেন পরীমণি

0
141

দ্রোহ অনলাইন ডেস্ক

সংবাদ সম্মেলনে ধর্ষণ এবং হত্যাচেষ্টার অভিযোগ আনার পর এ ঘটনায় মামলা করেছেন চিত্রনায়িকা পরীমণি।

সোমবার সকালে সাভার মডেল থানায় তিনি এই মামলা করেন। সংবাদ মাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন সাভার থানার ওসি কাজী মাইনুল ইসলাম।

এ মামলার ছয় আসামি মধ্যে প্রধান আসামি করা হয়েছে নাসির উদ্দিন মাহমুদ নামের ব্যবসায়ীকে। তিনি উত্তরা বোট কাবের সদস্য। এতে আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

রবিবার রাতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি। তিনি জানান, তার বাসার ডিজাইনার জিমির বন্ধু অমি। ওইসূত্রে পরীর বাসায় মাঝে মাঝে আসেন অমি। একদিন এসে বলেন কি একটা প্রজেক্টে টাকা ইনভেস্ট করবেন। তাই আমার সঙ্গে বসতে চান। ওই প্রজেক্ট নিয়ে কথা বলতেই অমি উত্তরা কাবে নিয়ে যান পরী মণিকে। এ সময় সঙ্গে তার মেকাপম্যান এবং ডিজাইনারও ছিলেন। সেখানে খাওয়া-দাওয়া করানো হয় পরীমনিসহ সবাইকে। এরপর একে একে লোকজন চলে যায়। তখন পরীমনিকে ড্রিংকস করতে বাধ্য করা হয়। মেকআপম্যানকে নির্যাতন করা হয়। একপর্যায়ে পরীমনিকেও নির্যাতনের চেষ্টা চালান কাবের সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন। পরীমণি বাধা দিলে তাকে মারধর করা হয়। জোর করে তার মুখে মদ ঢেলে দেওয়া হয়। হঠাৎ পরীমণি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে লাথি মারেন নাসির উদ্দিন।

বাসায় ফেরার পর তিনি দুইদিন অসুস্থ ছিলেন। এরপর তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোথাও থেকে কোনো সাড়া পাননি। পরে রবিবার রাতে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।

নড়াইলের মেয়ে পরীমণির ঢাকার চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৫ সালে। এরপর এ পর্যন্ত প্রায় দুই ডজন চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি