জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ মৃত্যুবরণ করেছেন

0
123
জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ - ছবি সংগ্রহ।

দ্রোহ অনলাইন ডেস্ক

দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।

জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোর সাড়ে ৫টার আতিকউল্লাহ খান মাসুদ বুকে ব্যথা অনুভব করেন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

মৃত্যু কালে প্রবীন সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের বয়স হয়েছিল ৭১ বছর। স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।