জন্মদাগে ১৭ লাখ ভিউ

0
171
DROHO-16-10-2020-P2
ছবি সংগ্রহ

দ্রোহ বিনোদন ডেস্ক

ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে মেহজাবীন চৌধুরী ও আরফান নিশোর নাটক ‘জন্মদাগ’। ব্যতিক্রম গল্লের এই বিশেষ নাটক দুই সপ্তাহে ১৭ লাখ (ভিউ) দর্শক দেখে ফেলেছে।

চ্যানেল আইয়ের ২২তম জন্মদিন উপলক্ষে ভিকি জাহেদ নির্মিত এই নাটকটি ইউটিউবে উন্মুক্ত হয় ১ অক্টোবর। নাটকটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

‘জন্মদাগ’-এর গল্পে উঠে এসেছে এক অমোঘ বাস্তবতা। এ বিষয়ে নির্মাতা বলেন, স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হলো! ঘটনাটি দর্শক হিসেবে আপনার কাছে পরিচিত মনে হলেও এর পরে যা যা ঘটবে সেটি আপনার পরিচিত না। ঘটনাটি আপনাকে থমকে দেবে।

নিশো ও মেহজাবীন এর আগেও বহু নাটক করেছেন। এ জুটির নাটকগুলো প্রশংসিত হয় দর্শক মহলে। জন্মদাগ বিশেষ মাত্রা যোগ করবে বলে দাবি নির্মাতার।