ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত পারাপারে ১০ জন আটক

0
170
ঝিনাইদহ থেকে ১০ জন বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি।

৫৮ বিজিবি’র উপঅধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, যাদবপুর বিওপি এলাকায় ০৮ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার নওদা গ্রামের বাদশা মিয়ার বাড়ি থেকে ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

এদের মধ্যে গোপালগঞ্জ জেলার ২জন ও নড়াইল জেলার ৮জন রয়েছে। অবৈধভাবে বাংলাদেশ হতে আটককৃত আসামীদেরকে বিনাপাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়াও আটককৃত ব্যক্তিদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশে সহায়তা করার অপরাধে উপজেলার নওদাগ্রামের বাদশা মিয়াকেও আটক করা হয়।