ঝিনাইদহে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিখোঁজ

0
140

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী তৃতীয় বর্ষের এক ছাত্রী রহস্য জনক ভাবে নিখোঁজ হয়েছেন। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

পারিবার সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাস করার কথা বলে ওই ছাত্রী বোনের বাড়ি মহেশপুরের দূর্গাপুর গ্রামে থেকে বের হয়। মহেশপুর পৌরসভার হাটখোলা বাসস্ট্যান্ড এসে বাসের জন্য অপো করতে থাকে। এক পর্যায়ে সে তার মাকে এ খবর জানায়, এরপর তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। নিখোজ কলেজ ছাত্রী নলডাঙ্গা আনোয়ারা খান প্রি-ক্যাডেট স্কুলের শিকা। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে।

ছাত্রীর দুলাভাই মোমিনুর রহমান জানান, শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কাস থাকায় সকাল ৭টার সময় সে (ছাত্রী) বাড়ি থেকে বেড়িয়ে পড়ে। গাড়ির জন্য অপো করছে বলে ফোনে মাকে জানায়। তার পর থেকে মোবাইলে কল করা হলে রিসিভ করা বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ পর অপর প্রান্ত থেকে নারী কন্ঠে জানানো হয় ফোনটি তার স্বামীর। তিনি দাবি করেন ছাত্রীটিকে অপহরণ করা হতে পারে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, কল ট্রাকিং কওে ছাত্রী ফোনের লোকেশন ঝিনাইদহ শহওে মধ্যে পাওয়া গেছে। তিনি মহেশপুর থানায় জিডি করার পরামর্শ দেন। এ বিষয়ে মহেশপুর থানায় একটি জিডি করা হয়েছে। যার নম্বর ৮৪৪।