ঝিনাইদহে করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু

0
111

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনায় মাহাবুবুর রহমান (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকায় নেওয়ার পথে ফেরিঘাটে তার মৃত্যু হয়। মাহাবুবুর রহমান কালীগঞ্জ শহরের ১০ তলা ভবনের সালমান ফার্মেসির স্বত্বাধিকারী ও চৌগাছা উপজেলার বাদেখানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।

নিহতের ফুফাতো ভাই শাহীন হোসেন জানান, গত তিন দিন আগে ভাইয়ার নমুনা পরীায় করোনা পজিটিভ আসে। তিনি যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফেরিঘাটে মারা যান। এদিকে ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ৬০ নমুনা পরীায় ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ সদরে সাত, শৈলকুপায় ৯, কালীগঞ্জে সাত ও হরিণাকুন্ডুতে সাতজন আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত তিন হাজার ১৫৪ এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৮২০ জন। এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৬১ জন।