ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বস্তবায়নে প্রনোদনার এই সার-বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবি কালু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকরাম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবুল হাসনাত প্রমুখ। কৃষি অফিসের তথ্য মতে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় ৫০০ জন কৃষককের মাঝে পিয়াজের বীজ এবং রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।