ঝিনাইদহে চার’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
143

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা এলাকা থেকে এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব।

এ সময় তার নিকট থেকে চার’শ পিস ইয়াবা, ৩টি মোবাইল সেট, ৭টি সিম কার্ড ও ১টি এফআরটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক রুহুল কুদ্দুস সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুরিয়া গ্রামের শাহজান সরদারের ছেলে।

আরও দেখুন প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

র‌্যাবের দেওয়া তথ্য মতে, শনিবার দুপুরে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় তেতুলতলা বাজারের এসবিকে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে রুহুল কুদ্দুসকে আটক করা হয়। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সরণির ১০(ক) ধারার মামলা হয়েছে।