ঝিনাইদহে ধর্ষক দাদার আত্মহত্যা

0
126
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় টাকার লোভ দেখিয়ে ৬ বছরের নাতনীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দাদা কালাম শাহ (৬৫) সামাজিক লাজলজ্জার ভয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়েনের বিঞ্চুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ধর্ষক একই গ্রামের মৃত আইনউদ্দীন শাহ‘র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা রাস্তার পাশের একটি আম গাছের ডালে ধর্ষকের ঝুলন্ত লাশ দেখে। পরে তাদের চিৎকার চেঁচামেচিতে ঘটনাস্থলে স্থানীয়রা উপস্থিত হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষকের মৃতদেহ উদ্ধার করে। ধর্ষক কালাম শাহ সামাজিক লাজলজ্জার ভয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ধর্ষকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ২২ জুলাই দুপুরে অবুঝ মেয়েটিকে টাকার লোভ দেখিয়ে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে বৃদ্ধ দাদা। পরে শিশুটির মা এসে গোয়াল ঘরে গিয়ে হাতেনাতে শ্বশুড়ের অপকর্ম দেখতে পাই। এরপরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানন্তর করে।