ঝিনাইদহে প্রতিবন্ধিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

0
111

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনায় তিগ্রস্থ প্রতিবন্ধিদের মধ্যে খাদ্যসামগ্রী ও সুরা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে এইড’র ইর্মাজেন্সি রেসপন্স ফর কোভিড-১৯ প্রল্পের আওতায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ৩২০ টি প্রবিবারের জন্য খাদ্যসামগ্রী তুলেদেন সংরতি আসনের সংসদ সদস্য খালেদা খানম।

এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, এইড’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ, সহকারী পরিচালক বাহাদুজ্জামান, সুরাইয়া পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।