ঝিনাইদহে বরুন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

0
115

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষ হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে তার সহপাঠিরা।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

নিহতের সহপাঠিদের সংগঠন ঝিনাইদহ এসএসসি ৯৪’ ব্যচের শিার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। তারা বরুন ঘোষ হত্যার মুল কারণ উদঘাটন ও এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান। পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি পেশ করেন।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সন্ধ্যায় বরুন ঘোষ শহরের হামদহ এলাকার নিজ বাড়ী থেকে চায়ের দোকান মাঝি পাড়ায় যায়। মহাসড়কে পৌঁছালে একদল দুবৃত্তর্ তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।