ঝিনাইদহে বিএনপি মানববন্ধন ও বিক্ষোভ করেছে

0
179
DROHO-J-08-P7
ঝিনািইদহে বিএনপির মানবন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

দেশব্যাপী নারী প্রতি সহিংশতা বেড়ে যাওয়ার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার সকালে আরাপপুরে জেলা বিএনপির অফিসের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলটির নেতা কর্মীরা।

DROHO-J-08-P6
ঝিনািইদহে বিএনপির মানবন্ধন

দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংশতা রোধের দাবিতে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডঃ এম এম মশিয়ুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হাজী এ্যাডঃ এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান, মোঃ জাহিদুজ্জামান মনা, এ্যাডঃ কামাল আজাদ পান্নু , আব্দুল মজিদ বিশ্বাস (ছোট মজিদ) সহ বিএনপি ও সকল অঙ্গওসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।