ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বীরশ্রেষ্ট শহীদ সিপাহি হামিদুর রহমানের ৪৯ তম শাহাদত বার্ষিকী পালিত হয়।
১৯৭১ সালের এই দিনে মৌলভী বাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি।
বাংলাদেশ প্রাক্তণ সৈনিক কল্যাণ সংস্থার আয়োজনে সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ প্রাক্তণ সৈনিক কল্যাণ সংস্থা জেলা শাখার সভাপতি ওয়ারেন্ট অফিসার শাহীনুর রহমান কাজল, সাধারন সম্পাদক সার্জেন্ট রফিকুল ইসলাম, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মুস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
শহরের একটি গুরুত্বপুর্ণ সড়ক বীরশ্রেষ্ট শহীদ সিপাহি হামিদুর রহমানের নামে নাম করণের দাবি জানান বক্তারা।